
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজিব শেখ (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় তার ছোট ভাই রানা শেখসহ (২৮) অন্তত ১৭ জন আহত হয়েছেন।
১১ ফেব্রুয়ারি, রবিবার বেলা ১১টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারীর খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব শেখ মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে। দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মুকসুদপুর উপজেলা সদরে যাচ্ছিলেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, মোটরসাইকেলে করে রাজীব শেখ তার ছোট ভাই রানাকে নিয়ে দিগনগর থেকে মুকসুদপুর যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে মুকসুদপুর থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রাজীব শেখ মারা যায় এবং নিহতের ভাই রানাসহ ১৭ জন আহত হয়।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]