
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে জালাল মণ্ডল (৬০) নামের আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে মোট ৫ জন মুসল্লির মৃত্যু হয়েছে।
১০ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেন।
মৃত মো. জালাল মণ্ডল (৬০) সিরাজগঞ্জের কাজিপাড়া থানার বড়াইখোলা গ্রামের বেলায়েত মণ্ডলের ছেলে।
সায়েম বলেন, ময়দানে উপস্থিত মানুষের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন মোট পাঁচজন। এছাড়া ময়দানে আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও একজন।
তাদের মধ্যে বৃহস্পতিবার বেলা ২টা ৫০ মিনিটে শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), বিকেল ৩টা ৪০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫) ও বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০) এবং রাত ৮টা ৫০ মিনিটে জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার ছবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬৫) মারা যান।
মোহাম্মদ সায়েম জানান, বিশ্ব ইজতেমা মাঠে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং যাদের তথ্য ও ঠিকানা পাওয়া গেছে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার ভোরে পায়ে হেঁটে ইজতেমায় আসার পথে ঢাকার উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় বাসের ধাক্কায় তিন জন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে লক্ষীপুরের রামগতি থানার বাসিন্দা আবুল কাশেম (৬৫), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।
দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার যোহরের নামাজের পর থেকে ভারতের সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা শুরু হয়েছে। রবিবার তা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]