
মানিকগঞ্জের সিংগাইরে গভীর রাতে অগ্নিকাণ্ডে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি স্থাপনা ও মালামালসহ তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইশতিয়াক আহমেদ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চক চালতাপাড়া হাজী মুজিবুর রহমান মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে ওই মার্কেট থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পরে তা মুহূর্তে আশপাশের ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অটোরিকশা ও নগদ টাকাসহ পুড়ে ছাই হয়ে যায় ওই মার্কেটের চার ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনাসহ সকল মালামাল।
সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইশতিয়াক আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। এতে আনুমানিক প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
বিবার্তা/হাবিবুর/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]