
সাভারের আশুলিয়ায় ফসলী জমি থেকে চুরি করে মাটি কাটার অপরাধে দুই মাটি খেকো ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ির বালুরচর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, গোহাইলবাড়ি বাজার সংলগ্ন বালুরচর এলাকায় মাটি খেকো বিপ্লব হোসেন ও বিশাল হোসেন দীর্ঘদিন ধরে ফসলী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে আসছিল। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রাতে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান। এসময় দুই মাটি খেকো ব্যবসায়ীকে দুটি মামলায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে না মর্মে মুচলেকা নেয়া হয় তাদের কাছ থেকে।
বিবার্তা/শরীফুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]