
কিশোরগঞ্জের হোসেনপুরে লরি ট্রাকচাপায় আব্দুল আউয়াল (৪২) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
৯ ফ্রেবুয়ারি, শুক্রবার দুপুরে পৌর এলাকার দ্বীপেশহর গরুহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আউয়াল উপজেলার পুমদি ইউনিয়নের ডাহরা গ্রামের বাসিন্দা। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের উপহারের রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গরুহাটা এলাকায় রিকশা চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি ট্রাক আব্দুল আওয়ালের রিকশাকে চাপা দেয় এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]