
রাজবাড়ীর পাংশায় রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গৃহবধূর বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পাংশা থানা পুলিশ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাট্টা গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে গৃহবধূ রোজিনা আক্তারের মরদেহ দেখে থানায় খবর দেয় এখানকার গ্রাম পুলিশ। পরে পুলিশ এসে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাংশা মডেল থানার সাব ইন্সপেক্টর দীপঙ্কর জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার বাকি কার্যক্রম চলমান রয়েছে।
বিবার্তা/মিঠুন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]