
কেন্দ্রীয় কারাগার রংপুরের মনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাক করে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। ওই হাজতি স্ত্রীর দায়ের করা নারী শিশু নির্যাতন মামলার আসামি বলে জানা যায়। তার বাড়ি রংপুর জেলার গংগাচড়া উপজেলায়।
৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে হাজতি মনোয়ারুল ইসলাম মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।
কারাগার সূত্রে জানা যায়, হাজতি মনোয়ারুল ইসলাম স্ত্রীর দায়ের করা নারী শিশু নির্যাতন মামলায় গত ১৩ জানুয়ারি রংপুরের আদালতে জামিন আবেদন করলে, বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। তিনি ১৩ জানুয়ারি থেকে কারাগারে থাকা অবস্থায় এর আগে দুইবার অসুস্থ হয়ে মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হন। আজকে সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ৭ টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, হাজতির মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকের রিপোর্ট আমরা এখনও পাইনি। হাজতির মরদেহ মর্গে রয়েছে। পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]