
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পাইকারি ও খুচরা বাজারে দেশীয় কাঁচা মরিচ কেজিত দাম কমেছে ২০ টাকা। চলতি শীত মৌসুমে বাম্পার ফলন হওয়ায় এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম কমে আসছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কাঁচা মরিচের দাম কমায় খুশি খেটে খাওয়া মানুষেরা।
৭ ফেব্রুয়ারি, বুধবার হিলি বাজার ঘুরে জানা যায়, তিন দিন আগে দেশীয় কাঁচা মরিচ ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সেই কাঁচা মরিচ পাইকারি ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খুচরা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা জুয়েল হোসেন বলেন, আমি তিন দিন আগে কাঁচা মরিচ ৬০ টাকা কেজি দরে কিনছি। আজ দাম কমায় এক কেজি কিনলাম ৩৫ টাকা দিয়ে।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা মুকুল বলেন, কাঁচা মরিচের মত অন্যান্য পণ্যের দাম যদি কমতো তাহলে আমাদের মত খেটে খাওয়া মানুষজনের খুব ভালো হতো। আজ বাজার করতে আসলাম দেখি কাঁচা মরিচের দাম অনেক কম তাই পাইকারি দরে এক কেজি নিলাম।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, আবহাওয়া ভালো হওয়ায় পাঁচবিবি ও বিরামপুরসহ বিভিন্ন অঞ্চলের কৃষকেরা ক্ষেত থেকে কাঁচামরিচ তুলতে শুরু করায় দাম কমে আসছে। আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করে থাকি। কয়েক দিনের মধ্যে দাম আরও কমে আসবে।
প্রসঙ্গত, দেশে কাঁচা মরিচের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে গত বছরের ২৫ জুন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। এর ফলে দীর্ঘ ১০ মাস বন্ধের পর গত ২৬ জুন ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। হিলি বন্দরের বেশ কয়েকজন আমদানিকারক দুই হাজার ৯০০ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানির অনুমতি পায়। এরপর দেশীয় কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গত বছরের ২১ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি আবারও বন্ধ হয়ে যায়।
বিবার্তা/রব্বানী/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]