
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি এলাকায় দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
৭ ফেব্রুয়ারি, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রাইভেটকার চালক আব্দুর রহিম (৫০) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া এ ঘটনায় আহত প্রাইভেটকার যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরেক যাত্রীকে উদ্ধার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন বলেন, নিহতের মরদেহ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]