হিলিতে স্বল্পমূল্য টিসিবি পণ্য বিক্রয় শুরু
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৯
হিলিতে স্বল্পমূল্য টিসিবি পণ্য বিক্রয় শুরু
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুরের হিলিতে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বল্পমূল্য এই সব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। তবে পণ্যের পরিধি বাড়ানোর দাবি সাধারণ মানুষের।


৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ১০ টায় হিলি চারমাথা মাইক্রো স্ট্যান্ডে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও টেগ অফিসার মোঃ রিয়াজুল ইসলাম ও টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রর ডিলার আলমগীর হোসেন আলম।


হাকিমপুর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও টেগ অফিসার মোঃ রিয়াজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০হাজার ৫শ ৭১জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামিলি কার্ডধারী) মাঝে ফেব্রুয়ারি মাসের ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি চালসহ একটি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে।


আগামী তিন দিন পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে টিসিবি পণ্য বিতরণ করা হবে।


বিবার্তা/রববানী/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com