
গাইবান্ধা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. তাসলিমা সুলতানা স্মৃতি।
৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, ২৮শে নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ সরোয়ার কবির স্বেচ্ছায় পদত্যাগ করায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
বিবার্তা/আনোয়ার/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]