'ঘুমাইছিনু, ইউএনও ঘুম থাকি ডাকে কম্বল দেইল'
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৩
'ঘুমাইছিনু, ইউএনও ঘুম থাকি ডাকে কম্বল দেইল'
খানসামা, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বাসা ষাটোর্ধ্ব জয়মনি রায়ের। এই শীতে দৈন্যদশা চললেও এখনও কোনো সহায়তা পৌঁছায়নি তার কাছে৷ অবশেষে জয়মনি রায়ের বাসায় পৌঁছেছে শীতবস্ত্র, হাসির ঝলক জয়মনির মুখে। জয়মনির মতো আরও ৫০ জন মানুষ হেসেছেন কম্বল হাতে পেয়ে।


৫ ফেব্রুয়ারি, সোমবার রাত ১০টার পর খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামের ৫০ জন বৃদ্ধ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.তাজউদ্দিন।


সুবিধাবঞ্চিত এসব ব্যক্তিদের গায়ে নিজে কম্বল জড়িয়ে দেন ইউএনও। এই শীতের মধ্যে কম্বল পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন ছিন্নমূল মানুষজন। তাদের মুখে ফুটে উঠে আনন্দের হাসি।


কম্বল পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আঞ্চলিক ভাষায় জয়মনি বলেন, এইবারের জারে হাত-পা টাটাছে (কাঁপছে) । ঘুমাইছিনু টিওনো (ইউএনও) ঘুম থাকি ডাকে কম্বল দেইল। কম্বল পেয়া খুবেই খুশি মুই।


একই এলাকার যোগেন্দ্রনাথ রায়ও পেয়েছেন কম্বল। তিনি বললেন, এই শীতে হামার গরীব মানুষের করুণ অবস্থা বায়। ইউএনওর কম্বল টা পেয়ে উপকারই হইল।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজউদ্দিন বলেন, ‘প্রচণ্ড শীতে সারাদেশের মতো এই উপজেলার অনেক মানুষও কষ্টে দিন পার করছেন। এ শীতে কোনো দুঃস্থ পরিবার যাতে কষ্ট না পায় তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নিয়ে তাদের মাঝে বিতরণ করেছি। তারা এই উপহার পেয়ে খুশি।


এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব সহ স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।


বিবার্তা/জামান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com