
দিনাজপুরের হিলিতে ৫১৫ পিস ইয়াবাসহ মো. বয়েজ মিয়া (৫৪) ও মোছা. মনোয়ারা বেগম (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় পৌর শহরের চুরিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
৫ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা চুরিপট্টি মহল্লার মৃত আব্দুস সামাদের ছেলে ও একই এলাকার মৃত কামরুজ্জামানের স্ত্রী।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন জানান, র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযাানিক একটি দল গতকাল রাতে হাকিমপুরের চুরিপট্টি এলাকায় অভিযান চালিয়ে দুজন মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে ৫১৫ পিস ইয়াবাসহ আটক করে আজ সোমবার থানায় হস্তান্তর করেন। গ্রেফতারকৃত আসামি বয়েজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মনোয়ারা বেগমের মাধ্যমে জয়পুরহাট ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে থাকে।
বিবার্তা/রব্বানী/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]