হাকিমপুরে দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪
হাকিমপুরে দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুরে দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।


৫ ফেব্রুয়ারি, সোমবার সকালে বাংলাদেশ স্কাউটস হাকিমপুরের ব্যবস্থাপনায় কাব স্কাউটিং সম্প্রসারণের আওতায় প্রকল্পের অর্থায়নে বাংলাহিলি ১ মডেল সপপ্রাবি বিদ্যালয়ে ৬০২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়েছে।


স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের লিডার ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মো. সৈকত হোসেন, এএলটি আবু রায়হান শেখ, সিএএলটি মো. মহিদুল ইসলাম ও উডব্যাজার কাওছার পারভীন লিপি।


স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে হাকিমপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন শিক্ষক, বিভিন্ন দফতরের ৩ জন অফিসারসহ ৫৪ জন অংশ্রহণ করেন।


কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস হাকিমপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।


এসময় প্রধান অতিথি বলেন, স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান করতে এবং প্রতিটি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীদের মাঝে স্কাউটিং কাজে সহযোগিতা করতে এই প্রশিক্ষণ আশানুরূপ কাজে লাগবে।


ওরিয়েন্টেশন কোর্সে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদুন্নবী, বাংলাদেশ স্কাউটস হাকিমপুর শাখার সম্পাদক কাওসার আলী আহমেদ, বাংলাদেশ স্কাউটস হাকিমপুরের কমিশনার মো. আনোয়ারুল হক টুকু, প্রশিক্ষানার্থী নার্গিস পারভীনসহ অনেকে।


বিবার্তা/রব্বানী/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com