
জামালপুরের সরিষাবাড়ীতে দশম শ্রেণিতে পড়ুয়া নিজ ভাতিজীকে ধর্ষণচেষ্টার অভিযোগে লম্পট চাচা শহীদ মিয়া (৪৬) কে আটক করেছে র্যাব ১৪।
৫ ফেব্রুয়ারি, সোমবার ভোরে জামালপুর সদর উপজেলার রেল গেইটপাড় এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করে র্যাব-১৪ সদস্যরা।
আটক শহীদ সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের আব্দুস সবুরের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে র্যাব-১৪, (সিপিসি-১) এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী বলেন, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ১৬ বছর বয়সী ভাতিজীকে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত ৯ ডিসেম্বর রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে চাচা শহীদ তার মুখে গামছা বেঁধে পার্শ্ববর্তী সরিষার ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় কিশোরীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে লম্পট শহীদ পালিয়ে যায়। পরে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে শহীদ এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছিলেন। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জেলা শহর থেকে তাকে আটক করে। আসামিকে জেল হাজতে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বিবার্তা/মোস্তাক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]