
নাটোরের সিংড়া থানায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা মো. সম্রাট খাঁসহ ৫ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাগরবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে ৫টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ডসহ মূল হোতা সম্রাট খাঁ, রিদয় খান (২৫), জনি খান (২৮), হাছান খাঁ, রানা শেখ (২০)। তাদের প্রত্যেকের বাড়ি খাগরবাড়িয়ায়।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল এই চক্রটিকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত আলামত মোবাইল ফোন নাটোরের বিভিন্ন থানা এলাকা থেকে অন্যান্য অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে স্বীকার করেছে। ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/রাজু/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]