
টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলার গুল্লা এলাকায় নিয়ন্ত্রণহীন একটি প্রাইভেট কার সামনে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।
নিহতদের মধ্যে প্রাথমিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি কারও নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় পাওয়া ওই একজনের নাম সাইদ বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলার গুল্লা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারটির দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন গাড়িটির চালকসহ আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গ পাঠানো হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]