
বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে জাকির হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাদকদ্রব্যসহ তাকে হাতে নাতে আটক করা হয়।
৪ জানুয়ারি, রবিবার আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলা হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী জাকির হোসেন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের আয়নুল ইসলামের পুত্র। সে বেশ কিছুদিন ধরে ওই এলাকাসহ আশেপাশের এলাকায় মাদকব্যবসা চালিয়ে আসছে। গতকাল রাতে হাঁটুয়া ভাঙ্গা বাজারে একটি চায়ের দোকানের সামনে মাদক বিক্রির সময় তাকে হাতে নাতেনাতে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১০০ পিচ ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, জাকির হোসেন এর বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিবার্তা/গোফরান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]