
সিরাজগঞ্জের সলঙ্গায় ১৫৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়া-ঢাকা মহাসড়কের রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এস আর পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ব্যাগে থাকা ১৫৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারিকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ।
আটককৃত মাদক কারবারি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার নলদিয়া গ্রামের মৃত আহমাদ সাফার ছেলে মো. আল-আমিন।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (শহর ও যানবহন) মনিরুল ইসলাম বলেন, হাটিকুমরুল হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বিবার্তা/কাইয়ুম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]