রাজবাড়ীর পাংশা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৩
রাজবাড়ীর পাংশা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশায় হাওয়া বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা।


৪ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের নিভা এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।


মৃত গৃহবধূ নিভা এনায়েতপুর গ্রামের আব্দুল মতিন সরদারের স্ত্রী ও মাছপাড়া ইউনিয়নের খালকোলা গ্রামের কেছমত মন্ডলের মেয়ে। ঘটনার পর থেকে মতিন সরদারসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।


পরিবার ও স্থানীয়রা জানান, প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করেন মতিন। প্রথম স্ত্রীকে কেন্দ্র করে প্রায়ই তাদের সংসারে ঝগড়া হতো।


হাওয়া বেগমের ভাই মামুন মন্ডল বলেন, ‘আমার বোনের সঙ্গে বিয়ে হওয়ার পরেও আগের স্ত্রীর সঙ্গে কথা বলত মতিন। গত কয়েক মাস আগে মতিনের প্রথম স্ত্রী এ বাড়িতে এসে এক সপ্তাহের মতো ছিল। মতিন প্রথম স্ত্রীকে আবার এই সংসারে আনবে বলেছিল। আমার বোন বাধা দেওয়ায় প্রায়ই তাকে নির্যাতন করত। আমার বোনকে মেরে ফেলা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করব।


পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিনহাজ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে গলায় রশির দাগ ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


বিবার্তা/মিঠুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com