নারায়ণগঞ্জের বিআইডব্লিইউটিএ’র গুদামের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০
নারায়ণগঞ্জের বিআইডব্লিইউটিএ’র গুদামের আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট টানা ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে শনিবার ৩ (ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


এর আগে দুপুর ১টা ১৮ মিনিটে সদর উপজেলার ডিসি বাংলোর অপর পাশে বরফকল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুল ইসলাম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এলাকাবাসী ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানান, দুপুর পৌনে ১টার দিকে গুদামের দক্ষিণ পাশে স্তূপাকারে রাখা পরিত্যক্ত পাইপে আগুন লাগে। শুরুতে গুদামের ভেতর অবস্থানরতরা আগুন নেভানোর চেষ্টা করেন। তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। দুপুর ১টা ২০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা) আনোয়ারুল হক।


এদিকে আগুন লাগার খবর পেয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হকসহ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


২০১৮ সালের ২৩ নভেম্বর এখানে পাইপের গোডাউনে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পাঁচ বছরের কিছু বেশি সময় পর আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।


বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানান, আগুনের ঘটনায় বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৮ সালের পুড়ে যাওয়া পরিত্যক্ত পাইপগুলোতে আবারও আগুন লেগেছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে শুষ্ক মৌসুমের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। পাইপগুলো আগেও পোড়া ও পরিত্যক্ত ছিল। তাই নাশকতার কোনো আশঙ্কা করছি না। তারপরও বিষয়টি তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com