পঞ্চগড়ের সদর উপজেলায় চিতা বাঘের মৃত্যু
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৬
পঞ্চগড়ের সদর উপজেলায় চিতা বাঘের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকায় চিতা বাঘের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তিন সদস্যের তদন্তদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।


৩ জানুয়ারি, শনিবার বিকেলে সরেজমিনে তদন্ত করেন তারা। দলের প্রধান হিসেবে ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। এসময় প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়দের সাথে কথা বলে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করেন। দলের অন্য দুই সদস্যরা হলেন, একই ইউনিটের বন্যপ্রাণী স্কাউটস সঞ্জয় বন্ধ এবং জসিম শেখ।


জানা যায়, পঞ্চগড়ের সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকায় স্থানীয় মানুষজনের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে। বাঘের মরদেহ উদ্ধারের পর স্থানীয়দের একেক জন একেক রকম কথা বলছেন। এদের মধ্যে কেউ বলছেন, বাঘটি আগে থেকেই দুর্বল ও রোগাক্রান্ত ছিল। সীমান্তের নাগর নদীতে বাঘটিকে দেখে স্থানীয়রা লাঠিসোটা ও জাল দিয়ে বাঘটিকে পাকড়াও করেছে। নদী থেকে উদ্ধারের পর বাঘটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।


আবার কেউ বলছেন, গত রবিবার স্থানীয় আলম ইসলামের একটি গরু হিংস্র প্রাণীর আক্রমণে মারা যায়। গরু মৃত্যুর ক্ষোভে আলমের ছোট ছেলে মৃত গরুর মধ্যে বিষ (ফুরাডন) মিশিয়ে রাখে। সেই গরুর মাংস খেয়ে বৃহস্পতিবার বাঘটি অসুস্থ হয়ে নদীর ধারে অবস্থান করছিল। পরে স্থানীয়রা জাল দিয়ে বাঘটি উদ্ধার করা হয় ।


এবিষয়ে ঢাকা বন ভবনের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে বাঘ মৃত্যুর ঘটনা তদন্তে আমরা ঘটনাস্থলে আসি। প্রত্যক্ষদর্শী ময়ন উদ্দিনসহ স্থানীয় অনেকের সাথে কথা বলেছি। এদের কেউ কেউ বলেছেন মারা যাওয়া গরুর মধ্যে বিষটোপ দেওয়ায় সেই গরুর মাংস খেয়ে বাঘটি অসুস্থ হয়েছে। আবার কেউ বলছেন, বাঘটিকে উদ্ধারের সময় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। হয়ত মাথায় আঘাত লেগে পানির নিচে তলিয়ে গেছে। এরপর বাঘটিকে জাল দিয়ে পেঁচিয়ে আনা হয়েছে।


তিনি বলেন, আমরা এখানে এসে নিশ্চিত হয়েছি যে, এখানে একটি চিতা বাঘ হত্যা করা হয়েছে এবং এর সাথে অনেক মানুষ জড়িত। আমরা বিশেষ পরীক্ষা-নিরীক্ষার জন্য বাঘের শরীর এবং উদ্ধারকাজে ব্যবহৃত জাল থেকে কিছু নমুনা সংগ্রহ করেছি। এখন বিষ টোপের কারণে নাকি মানুষের আঘাতে বাঘের মৃত্যু হয়েছে এটা আরও পরে নিশ্চিত করে বলা যাবে।


উল্লেখ্য, শুক্রবার সকালে পঞ্চগড়ের সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকা থেকে একটি চিতা বাঘের মরদেহ উদ্ধার করে বন বিভাগের লোকজন। পরে আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রাথমিক ময়নাতদন্ত শেষে বাঘটির মরদেহ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরে পাঠানো হয়।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com