
ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বরাবর এলাকার রেললাইনের পাশ থেকে সুমন সাহা (৩৫) নামে এক দিনমুজুরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত সুমন সাহা জিনারদীর রাবান গ্রামের ভালুকা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহার ছেলে। তিনি বরাব আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সুমন দিনমজুরের কাজ করতেন। ৩ ফেব্রুয়ারি, শনিবার ভোরে তিনি বাসা থেকে বের হয় কাজের সন্ধানে। এদিকে রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা সকাল পৌনে ৮ টার দিকে তার মরদেহ বরাব রেললাইনের পাশে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের সাব ইন্সপেক্টর নাজিবুর রহমান জানান, এটা হত্যা না ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে তা এখনো বলা যাবে না। ময়নাতদন্তের পর ঘটনা সম্পর্কে বলতে পারবো।
বিবার্তা/কামাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]