
কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নুর হোসেন (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
৩ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা। এর আগে দুপুরের দিকে উপজেলার ধরনিবাড়ী বাড়ি ইউনিয়নের মালতিবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত নুর হোসেন ওই ইউনিয়নের মালতিবাড়ী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রতিপক্ষের জাফর আলী ও রাণু বাবু নামের দু জনকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।
স্থানীয় জানান, নিহত নুর হোসেন ও প্রতিপক্ষের জাফর আলীদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে আজ জমিতে দু পক্ষের সংঘর্ষ বাদে। এতে নুর হোসেন নামের একজন নিহত হয়।
ওসি গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/বিপ্লব/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]