
টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দু’জন নিহত হয়েছেন।
৩ ফেব্রুয়ারি, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় ১৩ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুস ছাত্তার (৩৫) এবং একই ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল মমিন (৩৬)।
এদের মধ্যে আব্দুস ছাত্তার অটোভ্যানচালক ও আব্দুল মমিন অটোভ্যানের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সল্লা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহন নামে একটি বাসকে অজ্ঞানামা একটি গাড়ি চাপ দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনটি সামনে থাকা অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোভ্যানচালক ও তার যাত্রী মারা যায়। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাসটিকেও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়টি নিহত পরিবারকে জানানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহত মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/ইমরুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]