
নেত্রকোনার দুর্গাপুরে আত্মপ্রকাশ করলো শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন।
শুক্রবার পৌর শহরের নগর কফি লাউঞ্জে এই সংগঠনের পথচলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার।
বীর মুক্তিযোদ্ধা শহীদ সন্তোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিক দাশ। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি পলাশ সাহা।
কবি মামুন রণবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক মোহন মিয়া,কবি আবুল বাশার, সমাজকর্মী আমিনুল হক, ডা. মো. কামরুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, শহীদ সন্তোষের ভাই সুনীল বিশ্বাস, প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা নাজমুল তুহিন, উন্নয়নকর্মী মোরশেদ আলম, সাংবাদিক নুরুল হুদা উজ্জ্বল, কবি শাওন হাসান, সাংবাদিক আরিফুর রহমান পাপন, শাহজাহান কবির প্রভাষক জনপদ চৌধুরী, রাজেশ গৌড়, মাসুদ রানা, সাদিকুল ইসলাম প্রমুখ।
আলোচকরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আজ এই সংগঠনের শুভযাত্রা শুরু হলো। শহীদ সন্তোষ প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তার এই ত্যাগ ইতিহাসে এক স্বর্ণালি অধ্যায়। মাতৃভূমির প্রতি তার অবদানের কথা চিরকাল ভাস্বর হয়ে থাকবে। শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন সুন্দর সব কাজের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেবে নতুন প্রজন্মের মাঝে,আমরা সেই প্রত্যাশাই করি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]