খানসামায় শিক্ষার মান বাড়াতে উঠান বৈঠক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৯
খানসামায় শিক্ষার মান বাড়াতে উঠান বৈঠক
খানসামা, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার লক্ষ্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় বুধবার (৩১ জানুয়ারি) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সংশ্লিষ্ট সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় এই উঠান বৈঠক চলমান রয়েছে।


সরেজমিনে দেখা যায়, পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছিট আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রিফুজি পাড়া ও সরকার পাড়ায় উঠান বৈঠক করতেছে।


প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করা, স্কুল ও বাড়ির কাজে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা করার লক্ষ্য নিয়েই এই উঠান বৈঠক করা হচ্ছে।


ছিট আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডালিম চন্দ্র রায় বলেন, মূলত বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি শতভাগ নিশ্চিত করার লক্ষ্যেই এই উঠান বৈঠক।


পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষকদের সাথে অভিভাবকদের ভূমিকা অনেক বেশী গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সচেতনতা মূলক কাজ চলমান রেখেছি।


উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক বলেন, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে এই কার্যক্রম। সকলের সহযোগিতায় এটি অব্যাহত থাকবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, পরিবারের পরেই প্রাথমিক বিদ্যালয় থেকে সবাই শিক্ষা গ্রহণ করে। এইজন্য প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিদর্শনের সাথে যেকোনো সহযোগিতা করতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।


বিবার্তা/জামান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com