
দিনাজপুরের খানসামা উপজেলায় 'নির্ধারিত সময়ের আগেই বন্ধ বিদ্যালয়, নেই কোনো শিক্ষক-শিক্ষার্থী' শিরোনামে অনলাইন গণমাধ্যম বিবার্তা২৪ ডটনেট এ সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।
ফলে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক মতিন্দ্র নাথ রায়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক বলেন, বিষয়টি নজরে আসার পরে সেই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ওই প্রধান শিক্ষককে আগামী তিন কার্য দিবসের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্র নাথ রায় জানান, মাধ্যমিক শিক্ষা অফিসারের দেওয়া নোটিশ আমি পেয়েছি আমি ৩ কার্য দিবসের মধ্যে জবাব দিতে প্রস্তুত।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি, বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। বিদ্যালয়ের পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ।
বিবার্তা/জামান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]