
ভোলার ইলিশা থেকে ৫৬ পিস ইয়াবাসহ মো. ইউসুফ (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩১ জানুয়ারি, বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইউসুফ ভোলা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের ৩নং ওয়ার্ডের মৃত আমির হোসেন মিয়ার ছেলে।
ভোলা র্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৬ পিস ইয়াবাসহ ইউসুফকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বিবার্তা/শাহীন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]