
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আয়না খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
৩১ জানুয়ারি, বুধবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১৯ জানুয়ারি বিকেলে উপজেলার কামালপুর গ্রামে আগুন পোহাতে গিয়ে ওই গৃহবধূ অগ্নিদগ্ধ হন। আয়না খাতুন একই গ্রামের ওয়ার্কশপ মেকানিক সোহেল রানার স্ত্রী।
স্থানীয়রা জানান, ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে বাড়ির উঠানে বিচালির খড় দিয়ে আগুন পোহাচ্ছিলেন গৃহবধূ আয়না খাতুন। আগুন পোহানোর এক পর্যায়ে তার পরনের কাপড়ে আগুন ধরে যায়।
কিছু বুঝে ওঠার আগেই আগুন সারা শরীরে ছড়িয়ে পড়ে। তার সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এইদিন রাতেই ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সাজারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলে, শাহবাগ থানা থেকে একটি মেসেজের মাধ্যমে মৃত্যুর ঘটনাটি জানতে পারি। তবে, মৃতের পরিবারের পক্ষ থেকে কেও জিডি কিংবা আমাদেরকে অবগত করেনি।
বিবার্তা/সাঈদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]