
ঝিনাইদহের হরিণাকুন্ড পৌর এলাকায় পাখিভ্যান চাপা পড়ে রিফাদ হোসেন নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৩০ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে হরিণাকুন্ড পৌরসভার ৮নং ওয়ার্ডের দিকনগর গ্রামে মানোয়ার সর্দারের বাড়িতে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত রিফাদ শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের লাল্টু মন্ডলের ছেলে।
রিফাতের নানা মানোয়ার সর্দার জানান, আমি পেশায় একজন পাখিভ্যান চালক। প্রতিদিনের মত আজও ভ্যান চালাতে বাহিরে যায়। বাড়িতে চাউল না থাকায় দুপুর ২টার সময় বাজার থেকে এক বস্তা চাউল কিনে বাড়িতে যায়। ভ্যানটি বাড়ির পাশে একটি ঢালু জায়গায় চাকার নিচে ইট দিয়ে রাখি।
সেই সময় আমার বাড়িতে বেড়াতে আসা নাতি রিফাদ ভ্যানের কাছে গিয়ে চাকার নিচের ইট সরিয়ে ফেলে। এতে ভ্যান পেছনে গড়াতে থাকে। কিন্তু রিফাদ পেছন থেকে সরতে পারেনি। এসময় পেছনে থাকা আম গাছের সাথে রিফাদের চাপা লাগে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখি তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হরিণাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাদকে মৃত ঘোষণা করে।
এব্যাপারে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, আমরা ঘটনার কথা জানতে পেরে দ্রুত ঐ ঘটনাস্থলে যায় এবং শিশু রিফাদ তার নানার পাখি ভ্যানে চাপা লেগে প্রাণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারি।
এদিকে দুর্ঘটনায় এমন মৃত্যুর ঘটনায় রিফাদের বাবার বাড়ি ও নানা বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে বইছে শোকের মাতম।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]