
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছালাম মোল্লা (৫২) গ্রেফতার হয়েছে। তাকে খুলনা জেলখানা ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জানুয়ারি, সোমবার রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুপ রায়, এসআই আকরাম হোসেন ও এএসআই আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের একটি দল খুলনা জেলখানা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গরু চুরিসহ ৬টি মামলা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছালাম মোল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি উপজেলার বালিয়াডাঙ্গার শাহাপুর এলাকার মৃত নুরমোহম্মদ মোল্লার ছেলে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ছালাম মোল্লার বিরুদ্ধে গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাকে মঙ্গলবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]