
৭ জানুয়ারির ডামি নির্বাচন বাতিল এবং বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর হিলিতে কালোপতাকা মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৩০ জানুয়ারি, মঙ্গলবার বেলা ৪ টায় হাকিমপুর উপজেলা বিএনপি'র সভাপতি ফেরদৌস রহমানের নেতৃত্বে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই কালো পতাকা মিছিল বের করা হয়।
মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পি, হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁন, পৌর যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহাদত হোসেন সোহাগ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউছার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
কালো পতাকা মিছিলে, হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।
বিবার্তা/রব্বানী/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]