
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট হাসপাতাল নিউ শমরিতা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নানান অসংগতি পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩০ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে জেলা শহরের মৌলভীপাড়ায় হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ। তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা।
ডা. শামীমা সুলতানা জানান, দেশব্যাপী চলমান স্বাস্থ্য অধিদপ্তরের অনিবন্ধিত ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ব্রাক্ষণবাড়িয়ায় প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে শহরের মৌলভীপাড়ায় নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টার এবং শিশু ও জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) ব্যবহৃত ওষুধ ও যন্ত্রপাতি পাওয়া যায়। এসব যন্ত্রপাতি একবারের বেশি কোনো রোগীর ক্ষেত্রে ব্যবহার করার নিয়ম নেই। কিন্তু ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি ও ওষুধগুলো বারবার ব্যবহার করা হচ্ছিল। তাছাড়া প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেছে। তাই হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]