
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
৩০ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই শিশু হলো হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ বেপারি বাড়ির রাইসা আক্তার (২) ও পৌরসভার ৯নং ওয়ার্ড কংগাইশ মিজি বাড়ির মো. ইয়ামিন (২)।
দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ।
রাইসা আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সাথে নানার বাড়িতে থাকতো। দুপুরে বাড়ি সবার অগোচরে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে যায়। তার বাবার বাড়ি ৪নং কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে।
অপরদিকে ইয়ামিনের পরিবাবার জানায়, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। পরে পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে উঠে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা নঈম জানান, দুই শিশুকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]