
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আরাফাত সানি (২২) উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের রাজা মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টায় আরাফাত সানি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ বাজারের সোনারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে সে মারা যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ মোটরসাইকেল জানান, আরাফাত সানির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/খালেক/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]