বেনাপোলে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ যাত্রী আটক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১৬:২০
বেনাপোলে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ যাত্রী আটক
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের কাস্টমসের অভ্যন্তর হতে ভারত থেকে আসা নাসরিন আক্তার নামে এক মহিলা যাত্রীকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দারা।


৩০ জানুয়ারি, মঙ্গলবার বেলা ১১টার দিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।


বেনাপোল শুল্ক গোয়েন্দা সুপারিটেনডেন্ট কামাল হোসেন জানান, তাদের কাছে গোপন একটি সংবাদে আসে ভারত থেকে এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসের ভেতরে গোপনে অবস্থান করেন।


পরে ওই নারী যাত্রী ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে কাস্টমসের তল্লাশি কেন্দ্রে এলে তাকে আটক করা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলার। যার আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ লাখ। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সুপারিন্টেনডেন্ট কামাল হোসেন জানান, আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com