
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত ২জন মাদককারবারিকেও আটক করা হয়।
২৯ জানুয়ারি, সোমবার বিকেলে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার মামুনপুর গ্রামের মধু মিয়ার ছেলে বাবু মিয়া (২৫) ও একই গ্রামের একরামুল মিয়ার ছেলে রাসু মিয়া (৩০)। এ সময় শুভ মিয়া (২২) নামের অপর এক কারবারি পালিয়ে গেছে।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট বন্দরের নায়েবীয়া মাদরাসার গেটস্থ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়েছে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়।
বিবার্তা/খালেক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]