
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
২৯ জানুয়ারি, সোমবার বিকেলে উপজেলা চৌকি আদালত চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান, থানার এস আই প্রলয় বর্মাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ৩১৯ পিস ফেনসিডিল, ৬০ কেজি গাঁজা, ইয়াবা ৬৫৩ পিস, ব্রজেন ইনজেকশন ১ হাজার ৯৬১ পিস, ট্যাপেন্টল ট্যাবলেট ৪৫২ পিস এবং হিরোইন ১৩৮ গ্রাম।
গোবিন্দগঞ্জ থানার এসআই প্রলয় বর্মা বলেন, ধ্বংসকৃত মাদকের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তাদের অভিযানের সময় উদ্ধার হওয়া এসব মাদক আদালতের কাছে জমা ছিল।
বিবার্তা/খালেক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]