
টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে ডুবে দিনাজপুরের খানসামা উপজেলায় নেহা রায় নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
২৯ জানুয়ারি, সোমবার সকালে ১১টায় উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের ধনুশাহ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নেহা রায় ওই গ্রামের দ্বীপেন রায়ের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, মাত্র ১৬ মাস বয়সী নেহা রায় কেবল হাটা শুরু করছে। নিহতের সময় তাঁর মা কাজে ব্যস্ত থাকায় সে হাটতে হাটতে টিউবওয়েলের কাছে যায়। পরে ঐ গর্তে পরে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নেহাকে ঐ গর্ত থেকে উদ্ধার করা হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ইউএনও মোঃ তাজ উদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যানসহ গিয়েছিলাম শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে এবং প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাহারুল ইসলাম বলেন, এটি একটি অপমৃত্যু। সকলে নিজ সন্তানদের নজরে রাখবেন, পানিতে ডুবে মৃত্যু রোধে নিজ অবস্থান থেকে সচেতন থাকা জরুরি।
বিবার্তা/জামান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]