
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে পঞ্চগড়ে ৪৫ তম বিজ্ঞানমেলার উদ্বোধন করা হয়েছে । মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ।
২৯ জানুয়ারি, সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
দুই দিন ব্যাপী মেলায় ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। উদ্বোধনী শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোনের সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমি।মেলায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
বিবার্তা/বিপ্লব/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]