
নড়াইলে মাদক ব্যবসায়ী কাদের বিশ্বাস (৪২) কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত কাদের বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের করিম বিশ্বাসের ছেলে।
২৯ জানুয়ারি, সোমবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালে নড়াইল সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পাশে বাস তল্লাশির সময় কাদের বিশ্বাসের কাছ থেকে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মাদক ব্যবসায়ী কাদের বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অ্যাড. মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]