পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ১৩:১৯
পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গুর পোতা সীমান্তে গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে নিহত সেই বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দহগ্রাম আঙ্গুর পোতা সীমান্ত দিয়ে ওই বাংলাদেশি যুবকের মরদেহ বিজিবি সদস্যে কাছে হস্তান্তর করে বিএসএফ।


এর আগে ভোরে উপজেলার ৫১ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন আঙ্গুর পোতা বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ১ সাব পিলার-১ হতে ভারতের ১০০ গজ অভ্যন্তরে ডাঙ্গাপাড়া এলাকায় বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি নিহত হন।


পানবাড়ি বিজিবি ক্যাম্পের (বিওপি) কমান্ডার আমানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার-৬ বিএসএফ ব্যাটালিয়ন অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরবর্তীতে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। রাত ১২টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবকের মরদেহ ফেরত দেয়া হয়।


আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য মতে, ২০২৩ সালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে মারা গেছেন ৩০ বাংলাদেশি। এছাড়া ৩১ জন মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com