
ঝিনাইদহের মহেশপুরে আলমসাধু ও পাওয়ারট্রিলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইউনিলিভার কোম্পানির এস আর পল্লাদ মালি (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
২৮ জানুয়ারি, রবিবার রাত ৮টার দিকে উপজেলার মহেশপুর-যাদবপুর সড়কের গয়েশপুর নামক স্থানে এদূর্ঘটনা ঘটে।
নিহত পল্লাদ মালি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের বাবু মালির ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে যাদবপুর বাজারে ইউনিলিভার কোম্পানির পণ্য সাপ্লাই দিয়ে মহেশপুরে আসার পথে গয়েশপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. সালাউদ্দীন আহাম্মেদ জানান, গয়েশপুর মোড়ে আলমসাধু ও পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে পল্লাদ মালি নামের একজন ঘটনাস্থলেই মারা গেছে।
মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ নিহত পল্লাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]