
নড়াইলে খেজুরের রস খেয়ে সদর উপজেলার শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৮ জানুয়ারি, রবিবার সকালে শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্র স্কুলে গিয়ে খেজুরের রস খাওয়ার পরিকল্পনা করে। এসময় পরিকল্পনা অনুযায়ী তারা সকাল সাড়ে ১১টার দিকে স্কুলের অদূরে খেজুর গাছে পেতে রাখা রসের ঠিলা/ভাড় থেকে ৬ শিক্ষার্থী রস খায়। রস খেয়ে স্কুলে ফিরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাদের পেটে ভিতর তীব্র ব্যথা শুরু হয়।
এভাবে সকলে অসুস্থ হয়ে পড়লে ৬ শিক্ষার্থী কে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। অসুস্থ শিক্ষার্থীদের সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেশমী খাতুন বলেন, শিক্ষার্থীরা বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। মাত্রা বেশি না হওয়ায় ওয়াশ করার প্রয়োজন পড়েনি। তাদের অবস্থা এখন ভালো একজন বমি করেছেন, সেজন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]