
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৮ জানুয়ারি, রবিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ পুরস্কার বিতরণ করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্ববধানে এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্ববধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে মেলায় ৩৫ স্টল দেয়া হয়েছে।
মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া সহকারী কমিশনার (ভূমি) এসএস আব্দুল্যা বিন শফিক, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, অধ্যক্ষ আশরাফ আলী, শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম শাহীন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিবার্তা/আ.খালেক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]