তীব্র শীতে কাতর হিলিবাসী, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১৬:১০
তীব্র শীতে কাতর হিলিবাসী, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সকাল থেকে ঘনকুয়াশায় ঢাকা হিলি। একদিকে ঘন কুয়াশা অন্যদিকে প্রচণ্ড শীতে কাতর হয়ে পড়েছেন উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুর হিলিবাসী। অপর দিকে জেলার তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি নিচে হওয়ায় জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিন এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এক দিন পাঠদান বন্ধ রাখা হয়েছে।


শনিবার (২৮ জানুয়ারি) থেকে সকালের দিকে সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে আবারও ঘন কুয়াশার সাথে তীব্র শীতে কাতর হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষেরা।


২৮ জানুয়ারি, রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কুয়াশার কারণে ট্রেন, বাস, অটোবাইকগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।


কুয়াশার কারণে ট্রেনগুলো বিলম্বে চলাচল করছে। তাই শীত উপেক্ষা করেই যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য। ঠান্ডার কারণে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বেশি দুর্ভোগে আছেন ছিন্নমূলসহ খেটে খাওয়া মানুষেরা। প্রচণ্ড শীত উপেক্ষা করেই তাদের ছুটতে হচ্ছে কর্মস্থলে।


এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন নিম্ন আয়ের অসহায় মানুষেরা।


হাকিমপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ বলেন, চলমান শৈত্যপ্রবাহের কারণে আজ ২৮ জানুয়ারি ও আগামীকাল ২৯ জানুয়ারি রংপুর বিভাগীয় শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই বিভাগের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মর্মে হাকিমপুর উপজেলার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।


জেলায় আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, জেলায় চলমান শৈত্য প্রবাহের কারণে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ ২৮ জানুয়ারি পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


হিলি সিপি রোর্ডে বসা কামার কৃষ্ণ কর্মকার বলেন, প্রচণ্ড ঠান্ডার কারণে আমি দুই দিন ধরে দোকান খুলতে পারিনি। ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় মানুষ ঘর থেকে তেমন বের হচ্ছে না। তাই আমাদেরও কাজ কাম কমে গেছে। আজ সকালে আসার সময় কুয়াশায় রাস্তা-ঘাট কিছু দেখা যাচ্ছে না। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ২০০ শত টাকা কাজ করছি।


দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জেলায় আজ সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি শীত মৌসুমে রেকর্ড ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল এসময় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ।


বিবার্তা/রববানী/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com