
কুষ্টিয়ায় শৈত্য প্রবাহ বইছে। ফলে তীব্র শীত ও উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত অবস্থায় রয়েছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছে ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠী।
২৮ জানুয়ারি, রবিবার দৌলতপুরে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসন।
তবে সময় মত স্কুল বন্ধের সংবাদ না পেয়ে শিক্ষার্থীরা তীব্র শীত উপেক্ষা করে স্কুলে গিয়েও বাড়ি ফিরতে হয়েছে জবুথবু অবস্থায়।
শীত ও ঠান্ডা জনিত রোগে শিশু সহ বিভিন্ন বয়সী রোগীর ভিড় রয়েছে হাসপাতালগুলিতে। তীব্র শীত ও ঠান্ডায় কৃষিকাজও ব্যাহত হচ্ছে। নষ্ট হচ্ছে ফসল ও বীজতলা। বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কমতে থাকে। ফলে কৃষিকাজ নিয়ে মাঠে ফিরেন কৃষকরা।
তীব্র শীত ও শৈত্য প্রবাহ চলমান থাকায় জনজীবন দুর্বিষহ হলেও শীত নিবারণে প্রশাসনকে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]