
রাজশাহীর বাঘায় ট্রেনের নিচে দুই পা হারালেন ফুটপাতের ভাত ব্যবসায়ী বুলু বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধ নারী।
২৭ জানুয়ারি, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আড়ানী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলু বেওয়া আড়ানী নুরনগর গ্রামের মৃত রব্বেল আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, বুলু বেওয়া আড়ানী রেলস্টেশনে দীর্ঘদিন ধরে ফুটপাতে ভাত বিক্রি করেন। শনিবার সকালে রেললাইন পার হয়ে নিজ দোকানে আসছিলেন। এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনও চলে আসে। এতে ট্রেনের ধাক্কায় চাকার নিচে পড়ে দুটি পা কাটা পড়ে তার। আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বুলু বেওয়ার ছোট ছেলে রুবেল আলী শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে বিয়ে করেছেন। বাড়িতে ছোট একটি বৌভাতের আয়োজন ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে আড়ানী রেলস্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, ট্রেনের সময় হওয়ার সঙ্গে সঙ্গে মাইকে বারবার ঘোষণা করা হয়। তার পরও এক নারী রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।
বিবার্তা/মোস্তাফিজ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]