
রাজধানীর দক্ষিণখানের বটতলা রেল লাইনের পাশে দুই পোশাক শ্রমিকের হাতাহাতিতে মো. সজিব নামে ১৭ বছর বয়সী এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
২৭ জানুয়ারি, শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ মারধরের ঘটনা ঘটে। পরে তরুণকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার ভাই মো. সোলাইমান বলেন, আমার ভাই সজীব দক্ষিণখান এসএ ফ্যাশন গার্মেন্টে কর্মরত ছিল। আজ সকালে তার সহকর্মী মাহিনের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে কিল-ঘুসি মারধর করলে গুরুতর আহত হয়। পরে পথচারীদের সহযোগীতায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী থানার তরগাঁও গ্রামে। বর্তমানে দক্ষিণখান মুন্সিমার্কেটে এলাকায় থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]